শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ মার্চ ২০২২, ১৩:৩০

ডব্লিউএফপি নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত  হয়েছেন বাংলাদেশ

ইতালি প্রতিনিধি
ডব্লিউএফপি নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত  হয়েছেন বাংলাদেশ

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর নির্বাহী বোডের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ। ২৮ ফেব্রুয়ারি রাজধানী রোমে ডব্লিউএফপির প্রথম নিয়মিত অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে (রোম-ভিত্তিক) নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়।

জানা গেছে,সোমবার ২৮ ফেব্রুয়ারি বিশ্ব খাদ্য কর্মসূচির বোর্ডের প্রথম নিয়মিত অধিবেশনে ৩৬ সদস্যের সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে ২০২২ সালের সালের জন্য নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়েছে। অধিবেশনে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান, এফএও,আইএফএডি এবং ডব্লিউএফপি এর স্থায়ী প্রতিনিধি হিসেবে সকল সদস্য রাষ্ট্রের প্রশংসার মধ্যদিয়ে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাষ্ট্রদূত।

সভাাপতির আসনে বাংলাদেশ এখন থেকে নির্বাহী বোর্ডে নেতৃত্বের মাধ্যমে মানবিক সংকট, দুর্যোগ মোকাবেলা এবং চলমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে সংঘাতে ক্ষতিগ্রস্থ দেশগুলোতে ডব্লিউএফপি-র সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে। যা প্রত্যাশার চেয়ে বেশি দীর্ঘস্থায়ী।

অধিবেশনে সূচনা বক্তব্যে,রাষ্ট্রদূত শামীম আহসান বলেন,বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করতে এই সংস্থার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে,আমাদের দায়িত্ব নির্দেশনা প্রদানে এগিয়ে আসা এবং ডব্লিউএফপিকে সহায়তা প্রদান করা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়